ধর্মাধর্ম-২৯
আছে পড়ে পুস্তকে
কত শত কথা
যখনই পড়ি তখনি কেবল
ঘুচে মনের ব্যথা
ওহে মানব, বুঝেছি আমি, কত দুর্বল আমার জ্ঞান
কতটা নির্বল আমি, শক্তি শালী আমার অজ্ঞানতা।


ধর্মাধর্ম-৩০
জ্ঞান গরিমায় গিরিধারী
জ্ঞানের আলো জ্বালি
জ্ঞানের কথা সবার কাছে
শুধু মুখে মুখেই বলি
কিন্তু গিরিধারী, জ্ঞান যে আমার শুন্য থলে
লোক সমাজে এ কথাটা কেমন করে বলি।



(এটা কোন ধর্ম শিক্ষা বা ধর্ম উপদেশ দেওয়ার উদ্দেশ্যে আমার কবিতা নয়, ধর্মের আলোকে চলমান জীবনে আমাদেরই কর্ম, আমাদেরই বলা কথা গুলোর পুনরাবৃত্তি করা। পাঠকের মনে প্রশান্তি দেওয়াই লেখার প্রায়াস আমার।)