ভূবন নামের রঙ্গ মঞ্চে এই জীবন নাটকের অভিনয়
তুমি আমি সবাই মিলে দিবস- যামী করছি অভিনয়।
কত রূপে কত ছলে সাজছি দিবানিশি ধরছি নানা বেশ
কখনো কালো পরচুলাতে কখনো সাদা চুলের ছদ্মবেশ
কখনো ও ভুল হয় না কারো অভিনয়ের কোন ভঙ্গিমায়
কখনো ও ভুল হয় না কারো পান্ডুলিপির সংলাপ বলায়
বারে বারে করে না কেউ জীবন নাট্য কলার অভ্যাসের
জন্ম থেকেই শিখেরে সে নাই তো দরকার স্কুল পাসের
জীবন নাট্যের পরিচালক যিনি মহান গুনে গুণি তিনি
সকল জীবের আত্মা হয়েই থাকেন তবু তারে না চিনি
তার ইশারায় হাতটা নড়ে পা টা সামনে চলে মোদের
ফুসফুসেতে শ্বাস প্রশ্বাস তাঁর প্রবাহে-ই চলে আমাদের
তার নির্দেশে নাটক করি অভিনয়ে ডুবে থাকি সবেতে
তার নির্দেশে ইতি টানি জীবন নাটকের পরিসমাপ্তিতে।