তোমার সাথে কি যে আমার দ্বন্দ্ব
বুঝিনা আমি, মেলে না ছন্দ,
লাগে সদা মন্দ
বলতো কিসে তোমায় আমায় দ্বন্দ্ব।


ভালবাসায় কি মন্দ?
নাকি মিলনে ,বিরহে,
মানে কিংবা অভিমানে,
কোথায় লেগেছে বলতো দ্বন্দ্ব?


আগুন লাগলে তো ধোঁয়া ওড়ে
বাড়ি-ঘর, খড়-কুটো,
ইট, কাঠ, আসবাব যত
টের পাওয়া যায় সবই তো পোড়ে।


হৃদয়ের কোন কোনে কোন খড়ে
লেগেছে বলতো আগুন আগুন দ্বন্দ্ব?
কোন জলে নিভবে এ নিরানন্দ
বলতো তোমাতে আমাতে কিসের দ্বন্দ্ব?


কেন তোমাতে আমার অভিমান এত
না রাগ, না ক্ষোভ
না আছে কোন লোভ
তবুও যন্ত্রণা এ কত শত।


তোমাকে দু’চোখের আড়াল করলে-
আমি যেন মরে যাই,
আমি বড় ভয় পাই, দ্বন্দ্বে জড়াই
এত বেদনা হয়নি কখনো রক্ত ঝরলে।