ঝরে গেল যে পাতা আর কবে না কথা
ভূমিতে মিশে রবে চিরতরে ঝরাপাতা
ভুলে শাখার সান্নিধ্য করে হৃদয় স্তব্ধ
ভূমিকে করবে উর্বরা রবে চিরদিন বদ্ধ


উত্তরের হিমেল হাওয়ায় হলুদ পাতারা
ঝরে যায়, শাখাগুলো হয়ে যায় সর্ব হারা
ঝরাপাতা শুকায় রোদে শুকনো মচমচে
ভেঙেচুরে চুরমার হয় নিষ্ঠুর পায়ের আচে।


ঝরে গেল যে পাতা ছেড়ে বৃক্ষের শাখা
শাখা সনে ঝরা পাতার বিচ্ছেদ মাখা
ভূমি চুমি একা একা জন্মিবে নব পাতা
প্রাণ সঞ্চারে রবে শুধু স্ব-রসে ঝরাপাতা


অতীতের স্মৃতি মাখা শাখা সনে ঝরাপাতা
বায়ু শন শনে মনে পড়ে আরো কত  কথা
এলে শীতের সকাল কুয়াশারা দেয় জল
শাখা–প্রশাখা,পত্র-পল্লবে শিশির টল মল


আরো কত কথা আরো কত হাসাহাসি
সবুজ পাতার ফাঁকে রঙিন ফুলের সুহাসি
ফলে ফলে শাখাগুলো যেন গর্ভবতী সতী
পাতাগুলো ঢেকে রাখে আশা সুখ পরবর্তী


শীতের শেষ হলে হলুদ কান্না ধরে বৃক্ষ শাখে
এতদিন সবুজ রূপে সাথে ছিল একই শাখে
কত সুখ দুঃখ নিয়ে ঝরে যায় হলুদ পাতা
মিশে যায় ভুমি চাষে সে সব সুখ দুখের কথা।


ঝরে গেল যে পাতা আর কবে না কথা
ভূমিতে মিশে রবে চিরতরে ঝরাপাতা
ভুলে শাখার সান্নিধ্য করে হৃদয় স্তব্ধ
ভূমিকে করবে উর্বরা রবে চিরদিন বদ্ধ