আজো কি ভুলে রবে তুমি মোরে অন্তরা?
বাজে যন্ত্রণা বীণ এ হৃদয়ের মাঝে,
বেদনায় কাঁদে মন সকাল ও সাঁঝে,
তুমি যে প্রেয়সী আমার প্রাণ ভ্রমরা;
আজো কি ভুলে রবে তুমি মোরে অন্তরা?
তুমি বিনা মন বসে নাতো কোন কাজে,
নিক্কন সুরে নুপুর আজো কানে বাজে,
তুমি হীনা একা লাগে মরুভূমি ধরা।


আজো আশা বাঁচে মন তব পায়ে লুটে
হৃদয়ের কোণে কোণে খুঁজি চারিধারে
নব নব স্বপ্নে মন নব রূপে জাগে,
আজো দেখি পদ্ম তব দু’টি আঁখি পটে
দু’টি ঠোঁট জল রঙে কাপে অভিসারে
দু’টি মন কাছে টানে রাগে অনুরাগে।


রচনা কালঃ ২৮ নভেম্বর, ২০১৪
              সকাল-৬:৩০মি, ঢাকা।