লক্ষ প্রাণের উৎসরণে উঠল হেসে পতাকা
সেথা রক্ত লালে জীবন মোদের আছে আঁকা  
দেখ বিজয় কেতন উড়ছে,
আজ ফাগুন বায় দুলছে,
কত স্বাধীন স্বপ্ন সবার কান্না হাসির সুখ মাখা।



কত হাসি ঝরে গেল মা তোকে হাসাবো বলে
কত প্রাণ বলে গেল মা আসছি আবার কোলে
কতবার মা কেঁদেছিস তুই?
তোর তরে মা রাঙিয়েছি ভূ্ই
কত ফুল ঝরে গেল মা স্বাধীনতা পাওয়ার ছলে!!



“পতাকা” নামে আমি একটি ছোট্ট কাব্য গ্রন্থ প্রকাশ করতে চাই, তাই সকলের সহযোগিতা কামনা করছি। আমি পুরো ডিসেম্বর মাস জুড়ে শুধুমাত্র দেশের কবিতা লিখতে চাই। এবং তা দিয়ে ছোট্ট পরিসরে একটি কাব্য গ্রন্থ তৈরী করার প্রায়স কেরেছি। দয়া করে আপনাদের বিজ্ঞ জ্ঞানের সু-বিচার দ্বারা আমার কবিতা গুলির ভাল মন্দ ধরিয়ে দেবেন এই আশা ব্যক্ত করি সকল প্রিয় কবি পাঠকদের কাছে।