আজ এই বিজয়ের ক্ষণে উড়ায়েছি মোর
উত্তরীয় খানা
লাল সবুজের পতাকা উড়াতে কোথাও
তো নেই মানা
বিজয় এনেছি বিজয়ী সেজেছি স্বাধীনতার
পাখা মেলে
ফিরে এসেছি বিজয়ের সুখে একটি মায়ের
শত ছেলে।
ফেলে এসেছি বিজয়ের দানে বেদনায়
কিছু প্রাণ
কুড়িয়ে এনেছি ঝরে পড়া কিছু শিমুল,
পলাশের ঘ্রাণ।
স্বাধীনতা এ যে স্বাধীনতা মাগো, তোর
ব্যথারই দান
বিজয়ের উল্লাসে উচ্ছসিত মোরা তবু যে
কাঁদে প্রাণ।
হেসে হেসে তবু দেখ মাগো তুই বিজয়ে
ফলেছে ধান।
বইছে সৌরভে আকাশে বাতাসে মাগো
ধান ফুলেরই ঘ্রাণ।