তবু ও তো কত পাতা ঝরে গেল
হিমের শেষে
কত রাঙা ফুল ঝরালো পাঁপড়ি তার
বিদীর্ণ সুবাসে
রইল পড়ে শাখে শাখে শুধু ন্যাড়া,
শুন্য ডাটাগুলি
শুধু অপেক্ষা কখন আসে ভরসার বর্ষা
দু’ফোঁটা জলঢালি


মনে পড়ে তবু আজ কত শত স্মৃতি
নির্ঝরে আঁখিপটে
কত আশংকার জল ঝরে বারে বারে
কখন কি ঘটে
সেই তো মা ঝরে গেল তোমার চোখের
মনি অবশেষে
তবু কাঁদলে কি? হাসলে যখন লাল সবুজের
পতাকা উড়ালে আকাশে


ওমা, ঝরাপাতা ঝরে গেলেও ভরেছে দেখ
নতুন সাজে
কত ফুল হেসেছে দেখ লাল সবুজে শুন্য
শাখে শাখে
দেখ ফিরে এসেছে বসন্ত নতুন করে
হিমের শেষে
ও মা, আবার এসেছে বাংলার বুকে ঝরাপাতা সুখ
তোমাকে ভালবেসে।