ললাটে রক্তিম দিবাকর
হস্তে পলাশ কঙ্কন।
চক্ষুসে আঁকিয়া কাজল
করিয়া রূপ অঙ্কন,
চতুর্দিকে রহিয়াছে মেলে
সবুজ ছায়ার অঞ্চল
হেরি তলে পোষায় ক্লান্তি
শান্ত হয় কর্ম জীবন চঞ্চল।
ক্ষণেকে সে রূপায়িত হয়
বঙ্গের পল্লী জননী,
কাঙ্খে রাখিয়া কলসি
ঘাটে যায় জল আনি।
রহিয়াছে অপরূপ সাজে
বঙ্গে বঙ্গ জননী,
বঙ্গের লীলা চলে
সুখ বয়ে আনি।