অধীনতার বেদনারা কেঁদে যায়
কেঁদে যায় কিছু ব্যথা নিরুপায়
কালো রাত কালো শুধু রয়ে যায়
কিছু শ্বাস দীর্ঘঃশ্বাসেই বয়ে যায়
চরম পুলকে নয় মরে যায় নারী হৃদয়
নৃসংশতা অার অধীনতার বেদনায়।
কিছু নরপিশাচ সহায়তার হাত বাড়ায়
কিছু সময়ের তরে হয়ত বেঁচে যায়
রক্তগুলো ভিজে যায় মিশে দরিয়ায়
খুলি গুলো পড়ে রয় মৃতের পাড়ায়
কোন এক চেনা নারী ঘুরে বেড়ায়
পাগলিনী ছিল না, তবু লাজে মুখ লুকায়
হারায়েছে সব তার হয়েছে সব ক্ষয়
ভিটেমাটি, স্বামী-সন্তান, সম্ভ্রম ও যায়।