রণে তবু ভঙ্গ দিল না রে বাঙ্গালী
রণ রক্তে সবুজ ভূমি রাঙ্গালী
তাই তো তোরা আজ বীর বাঙ্গালী


বিজয়ের কেতন উড়ে স্ব-যতনে
বাংলার প্রাণে গানে গানে
মোরা একটি ফুলকে বাঁচাব বলে
দুঃখ সুখের স্নেহ স্মৃতির উচ্চারণে।


এক নদী রক্ত বয়ে যায়
বয়ে যায় শ্লীলতা হানির চরম দায়
রয় সবই রয় পেছনে রয়ে যায়
তবু সুখ, এই শুধু শন্তনা, লাল সবুজের পতাকায়।


কত লুটপাট মানেনি জাতপাত
ধর্ষণ সে তো হয়েছিল সহজাত
পিতা পুত্রী মানেনি তখন সেই সব বেজাত।


আগুন জ্বেলেছে ধানের গোলায়
জ্যান্ত পুড়িয়েছে গরু, ছাগল, মানুষ
আঘাত হেনেছে অন্তসত্ত্বার সত্বায়


আজো এ দেশে বিড়ালের মত ডাকে
ফাঁক ফোকরে চুরি করে খায় মাছকাটা
রাত হলে কুত্তার মতই ডাকে
মিলেমিশে পাঁচটা ছয়টা


রাজার আকার ধারণ করেছিল কিছু কন্ডম পরা কুত্তা,
পারেনি বীর্যপাত ঘটাতে
পাকিস্তানী বীজ বুনতে
বেঁচে আছে  আজো বাঙ্গালী সত্তা।