১। জননী
স্বাদের  পতাকা ওরে উড়লরে বাতাসে
আমার সোনার বাংলার নাম লিখিয়ে
আয় তোরা আয় লাল সবুজ ভালবেসে
স্বাদের পতাকা ওরে উড়লরে বাতাসে
দেখ বাংলা মা জননী কত ভালবাসে
আয় তোরা সুখি হ মায়ের ভালবাসা নিয়ে।
স্বাদের  পতাকা ওরে উড়লরে বাতাসে
আমার সোনার বাংলার নাম লিখিয়ে।


২। নতুন ধান
আইলোরে বেলা ঘুরে পৌষপার্বন
জুটলরে অনাহারীর মুখে আহার
মাঠে মাঠে পেঁকেছে নতুন ধান
আইলোরে বেলা ঘুরে পৌষপার্বন
কৃষাণ পাড়ায় ওরে খুশিরই বান
কৃষাণীর সোনা মুখে কত বাহার
আইলোরে বেলা ঘুরে পৌষপার্বন
জুটলরে অনাহারীর মুখে আহার।