মাগো জীবন দিতে রাজি আজি তোর তরে,
জয়ের নিশান উড়াব মোরা যুদ্ধ করে,
দিয়ে দেব প্রাণ আমারা ভাষার  তরে,
তবু বলব না উর্দূ, মানব না  কোন প্রকারে।
ভাঙব আজি বাঁধার শত ছল,
জেগেছি মাগো আজ শত ছাত্র দল।
আজি হবে অমাদের বিজয়ের মিছিল,  
জারি হোক যত ধারা হোক শত চুয়াল্লিশ,
ভাঙবো আজ সকল বাঁধার পাচিল।
তবু বলব মোরা সুরে সুরে,
গানে ও স্লোগানে রাষ্ট্র ভাষা মোদের বাংলা চাই,
বাংলাতেই মায়ের ডাক শুনতে পাই।



(কলমি লতা-১,২,৩ যুদ্ধচেতনায় লেখা কবিতা। মূলত আমার একটি শহীদমিনার কবিতাকে ভেঙ্গেলেখার কারণে ১,২,৩ হয়েছে। এখানে মা দেশমাতা আর খোকা যুদ্ধ রত সমগ্র বাংলার দামাল ছেলেরা।)