(শাহজাহানপুর রেল কলোনিতে থাকা জিহাদ শুক্রবার বিকালে রেলওয়ের পরিত্যক্ত কয়েকশ’ ফুট দীর্ঘ ওই গভীর নলকূপের ভেতরে পড়ে যাওয়ার পর থেকে উদ্ধার অভিযান শুরু হয়।


বিভিন্ন প্রক্রিয়ায় টানা অভিযান চালিয়ে শনিবার দুপুর আড়াইটায় সংবাদ সম্মেলন করে ফায়ার সার্ভিসের মহাপরিচালক আলী আহমদ খান উদ্ধার অভিযান স্থগিতের ঘোষণা দেন। )


কে নিঃষ্পাপ? তুমি না আমি?
আমি বলি জিহাদ নিষ্পাপ
একটি নিঃষ্পাপ শিশুকে নিয়েও
শতসহস্র পাপ করতে আমাদের
বাঁধে না।আমরা কিছু মানি না।
শিশুটি কূপের ভেতর মৃত্যু যন্ত্রণায়
ছটফট করছে আর উপরে রাজনৈতিক
আলোচনার ঝড় বইছে।
অদ্ভুত লাগে এ সব।
ইচ্ছে করে সবকটাকে খাই।
কিন্তু সেটা তো পারিনা।পারি শুধু
ক্ষোভ প্রকাশ করতে।
আমার কাছে বার বার মনে হয়েছে
ঈশ্বর ভালই করেছেন
জিহাদকে নিয়ে গেছেন
তা না হলে এদেশের মানুষ তাকে নিয়ে
আরো যে কি জল্পনা কল্পনা
শুরু করত তা কে জানে।
ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান বন্ধ
ঘোষণার পরপরই তার মৃর্ত দেহ
উদ্ধার করে স্থানীয় কিছু যুবকেরা।
কিন্তু ঘোষণা দেওয়া হল পাইপের ভেতরে
কিছু নাই।তবে জিহাদ এল কোথাথেকে
জিহাদের মৃত্যু আমাদের কি কিছু
শিক্ষা দেয়না। মানুষ হয়ে মানবতার পাশে
দাঁড়াতে বলে না। নাকি শুধু সার্থ সিদ্ধির
কথা ভাবতে শেখায়। মানুষের মৃত্যু কি
মানুষকে দুঃখিত করে না, কাঁদায় না কাউকে?
খবরটি শুনার পর সারা রাত ঘুমাতে কষ্ট
হয়েছে আমার। শুধু প্রার্থনা করেছি-
“হে ঈশ্বর, আমার প্রাণ নিয়ে তুমি শিশুটির প্রাণ
বাঁচাও”