ক)
-তুমি লাইলাক ফুলের নাম  শুনেছ কখনো
শুনেছি
-ক্যালেন্ডুলা?
হু, দেখিনি কখনো
-যদি তোমাকে দেখাতে চাই
দেখব আমি
-তবে চলে এস আজ সন্ধ্যায়
কোথায়?
-রবীন্দ্র সরোবরে, ক্যামেলিয়ার গন্ধ জড়িয়ে এস গায়ে।
আমার গায়ে রজনীগন্ধা থাকবে চিনতে তোমার ভুল হবে না।


খ)
যদি বেলীর গন্ধ মাখি
-ক্ষতি নাই তবে উগ্র লাগে। সবাই ব্যবহার করে তো!!
ও, আচ্ছা, তবে তোমারটাই মাখব-
-কোনটা ক্যামেলিয়া, নাকি রজনীগন্ধা?
রজনীগন্ধা
-তবে ক্যমেলিয়া ও দেখাবো তোমাকে।
ফুচকা নাকি চটপটি?


গ)
ফুচকাই বেশি পছন্দ আমার
তোমার?
-পপকর্ণ  অথবা আলুর চিপস্
হা,হা ঝাল কি পছন্দ তোমার-
-কাঁচা মরিচ, টকের ভেতর- তেতুল
সেটা বলিনি আমি-
-কোনটা
ফাষ্টফুড কি পছন্দ তোমার?
-কিছু কিছু-চিকেন মশলা বা ঝাল ফ্রাই এ জাতীয়
তোমার জাতীয়তা কি
-বাংলাদেশী। কেন, ভাষাগুলো অশুদ্ধ নাকি? রবীন্দ্র সরোবর কোথায়
জানো না তুমি?


-------------চলমান