ধরুন একটি খেলা বা যাই হোক
একদল লোক বসে বসে আলোচনা
করে নির্ধারণ করল এবং বিজ্ঞপ্তি
প্রকাশ ও করল।
কিছু লোক বা দল বিজ্ঞপ্তি দেখে
অংশ গ্রহণ করল, কিছু লোক বা দল
খবর হিসাবে সংগ্রহ করার জন্য
প্রস্তুত হল
খেলা শুরু হল, খেলোয়াড়রা জানে
তারা কি খলছে, কিন্তু সাধারণ কিছু
লোক জানে না কোথায় কি হচ্ছে বা
কেউ কেউ জেনে ও নিরুপায় তাই
খেলা দেখেও না দেখার ভান করে
পাশ কাটাতে চায়
হয়ত কারোরই এমন খেলা পছন্দ
হওয়ার কথা নয়।
কিন্তু মজা করার জন্য কিছু লোক
এমন খেলার আয়োজন করে থাকে
তাদের কাঁদে না হৃদয়।
রেডিও, টিভি প্রচারে ব্যস্ত-
খবরের কাগজ ও একই কাজে ন্যাস্ত
সারাদিন জ্বালাও পোড়াও খেলা চলে
সন্ধ্যা হলে সব থামে প্রায়-
পড়ে রয় আর্তনাদ, হাহাকার, অনিশ্চিত জীবন
খেলোয়াড়রা মাঠে থাকে না
থাকেনা আয়োজকরা, থাকেনা
রেডিও, টিভি বা খবরের কাগজ
রাস্তায় পড়ে থাকে কিছু রক্ত
পোড়া গাড়ী, হাত বোমার উচ্ছিষ্ট,
কান্না, পোড়া, ভাঙাচোরা দোকনপাট,
ঝালমুড়ির ছেড়া ঠোঙা, ইট পাটকেল,
পড়ে থাকে খেলার শিকার
আমজনতা।
দারুন ! দারুন ! দারুন মজা।
সুশীল-সমাজ>টকশো
নেতানেত্রী>বাদপ্রতিবাদ
পিকেটার>ইটকেল পাটকেল,ককটেল
সাধারণ জনগণ> পিষ্ট চাকায়
বাহঃ কি মজা কি মজা !!