আমায় বিয়ে করেছিলে কেন ?


তোমায় বধূ সাজাবো বলে, বধূরূপে
তোমায় মানায় ভাল তাই।


বিয়ের আগে কখনো আমায় দেখেছিলে ?


কই না তো, কেন তুমি কি দেখেছিলে ?


কি করে বুঝলে বধূ সাজে মানায় ভাল
দেখতে তো আমি বিশ্রি কালো


সব নারীদের নিজস্ব একটা রূপ আছে
সে নিজেও সেটাকে ভালবাসে
তাই মাঝে মাঝে নিজে নিজে
সেজেগুজে আয়নার কাছে আসে
নিজেই নিজেকে ভালবাসে


এই, তুমি কি করে জানলে বলতো !!


আমার ও না এমনটি হয়েছিল একবার
সত্যি কি যে ভীষণ ভাল লাগছিল........
সেদিন ভেবেছিলাম-কোন এক রাজপুত্তুর
আসবে আমার ঘরে
সে বধূ সাজিয়ে এমনি করে নিবে আপন করে।
ইস! কি যে ল্জ্জা পেয়েছিলাম একা একা
যখন ফস করে আয়নাটা হাত থেকে পড়ে
খান খান হয়ে গেল.....হা,হা....................


তোমার এই হাসিটাকে বড্ড বেশি
সত্যি বলছি বড্ড বেশি ভাল বাসি।
কুচ বরণ কন্যা তুমি দীঘল কালো চুল
তোমার রূপটা চিনতে আমার হয়নি তো ভুল


এই যাহ্, এমন করে রূপের প্রশংসা করলে
সত্যি ভীষণ লজ্জা লাগে।চুপ কর।


তোমার লজ্জা রাঙা মুখ খানা যে হৃদয় হরণ করে
ভাবি এই রূপখানাকে সারা জনম রাখি যেন ধরে।


দুষ্টু কোথাকার.......
শুধু মন ভুলাতে জানে আর কিছু জানে না
বলি, শুধু ভালবাসলে কি সংসারটা চলবে ?
কিছু কাজ কর্ম তো করবে না কি...


ভালবাসার তরী বেয়ে চলব মোরা দুজন
আষ্টে পৃষ্ঠে বাঁধব মোরা সংসারেরই বাঁধন
বলতো সত্যি করে ভালবাসে কজন ?


তুমি আর আমি