লেলিনের আদর্শে গড়ে ওঠা জীবন
সুকান্তের কবিতায় ঝলসানো
চাঁদের রুটি
কমরেড রতন সেনের স্মৃতিচারণ
বছর বছর,
শেষ পর্যন্ত কোথায় এসে দাঁড়াল
জীবন মরণ পণ করা
রাজনীতি?
গণতন্ত্রের টালমাটালে পদ পরিবর্তন,
নাকি দল অথবা শেষমেস দেশ।


আজীবন কৃষক, শ্রমিক, মজুরের
অধিকার, স্বাধিকার আদায়ে তেভাগা
আন্দোলনে মাথাঘামিয়ে,
আমার রাজনীতি আজ কোন পথে?
আমার গণতান্ত্রিক দেশ আজ
ভয়বহতার কোন সোপানে?
মার্কসবাদ গেল, ষ্ট্যালিনবাদ গেল
কি এল দেশে, কি পেল মানুষ
বা আমাদের রাজনীতি?


আসলে পরিত্রাণ কোথায়?
শুনেছি ছোট ছোট বালুকণা
পাহাড় গড়ে তোলে ধীরে ধীরে-
আমাদের ও কি তাই-ই দিক নির্দেশনা?
ছোট ছোট সংঘর্ষ অবশেষে মহা যুদ্ধ।
এভাবেই কি চলবে দেশ নাকি
কোন সস্তি পাবে মানুষ?