ধর্মাধর্ম-৫১
দেশ প্রেমের ধর্ম কথা
কে না জানে বল
দেশ কে ভাল বেসেই
সদা পথ চলাটাই ভাল
আগুন জ্বালো আগুন জ্বালো খেলা বন্ধ কর
মনের মধ্যে দেশ প্রেমের ধর্মটারে ধর।


ধর্মাধর্ম-৫২
যে দেশেতে নেই গো রাজা
দুঃখ করে প্রজা
অনাচারে থাকে ভরা
দিবানিশি পায় সাজা
রাজা-প্রজার ধর্ম যদি দেশপ্রেম না হয়
সব থাকতেও রাজ্যে তখন দুঃখ এসে ভরে যায়।



(এটা কোন ধর্ম শিক্ষা বা ধর্ম উপদেশ দেওয়ার উদ্দেশ্যে আমার কবিতা নয়, ধর্মের আলোকে চলমান জীবনে আমাদেরই কর্ম, আমাদেরই বলা কথা গুলোর পুনরাবৃত্তি করা, পাঠকের মনে প্রশান্তি দেওয়াই লেখার প্রায়াস আমার।)