একটি বিকেল, কয়েকজন কবি-
হাতে হাতে স্থান পাওয়া হালকা লিকার ও
দুধ চায়ের কাপ, দুষ্টুমি, খুনসুটি- পড়ন্ত রোদের
স্নিগ্ধ আভা মাঘের সন্ধ্যার কোলে নুয়ে পড়া,
একটি নীল, পুটিমাছের ঠোঁটের মত
মিটি মিটি হাসি-
আমি নীল কোন নারী কবির কথা বলছি না
আমার হাতের রুমালটিও হতে পারে, কারণ
সে ও নীল ছিল, নীল ছিল আমার পাঞ্জাবীর
হাতের কাফ বা কলার, এমনকি আমার স্যন্ডেলের
ফিতের বর্ডার ও।নীল ছিল অদূরে দাঁড়ানো
উৎসুক মেয়েটির চোখ, তার বিকেল বেলার হাসি।
তবুও একটি নীল অনেকক্ষণ দেখতে দেখতে
নিতান্তই চেনা চেনা লাগছিল ভীষণ!!
ভুলতে পারছি না- নীল কবিতা
নীল –সে দিন
ইং-০৭/০২/২০১৫
হাকিম চত্বর/ঢাকা বিশ্ববিদ্যালয়