কবিতার কারখানা
অনেক কবির কবিতার উৎপাদন
এখানে জানা অজানা
নানা রঙে নানা ঢঙে
প্রতিনিয়ত হচ্ছে উৎপাদন
বাহারি স্টাইলে ভিন্ন ভিন্ন স্বাদে
সুদক্ষ হাতে সুনিপুণভাবে
দিনে ও রাতে।
আপাতত কারখানায়
বিনা পারিশ্রমিকে পরিশ্রম করছে
কবিতার শ্রমিকেরা।
অবশ্য এসময়টা কবিতার
মানে কবিতার মরশুম চলছে তো
সবারই একটাই লক্ষ্য
বাংলা একাডেমির বই মেলা
সারাবছর যা হোক
আজ কালের ভেতর এখানে
চাই বই তোলা।
তাই যার যা অর্ডার আছে দিয়ে দিন
আমাদের কারখানায় আছে
কবিতা তৈরির সকল সুষম উপাদান
বলুন কোনটি আপনি চান
এখনই বানিয়ে দিচ্ছি-
ভারি সুন্দর সুন্দর উপমা,
বাহারি ব্যথা বেদনা,
রক্তাক্ত চাইলেও দেয়া যাবে
আপনার ক’কপি লাগবে তাই বলুন ?
যদি কারখানা ঘুরে দেখতে চান
দেখানো যাবে আমার সাথে চলুন।
কোন ফাঁকি নাই
কোন দু’নম্বরি ও পাবেন না।
বলুন কবিতার কোন গালে তিল থাকবে
ঠোঁটে না চিবুকে, নাকি দু’স্তনের মাঝে
শাড়ীটা কেমন ভাবে পরাতে হবে
নাভি বেরহয়ে থাকবে নাকি ঘোমটা ছাড়াহবে
রাতের বেদনা কি একে বারে থাকবে না ?
চাইলে স্যাম্পল দেখাতে পারি-
আমাদের এখানে-মায়ের মমতা পাবেন,
পিতার স্নেহ, বোনের আদর, ভাইয়ের ভালবাসা,
পারফিউম লাগানো প্রেমিকাও আছে।
সত্যিই যদি আপনি প্রকাশক হন
চারিদিকে ব্যাঙের ছাতার মত
চলছে কবিতার উৎপাদন-
আসুন না দেখে শুনে অর্ডার করবেন।
আমরা একদিনে এক হাজারকবিতা
বানিয়ে দিতে পারি।
শিশ্ম, যোনি, উরু, উদর, স্তন
আমাদের আছে সব রকমের উপকরণ।
আসুন মহাশয়, কবিতা ভালবাসুন।
তারপর অর্ডার করুন।