তুমিই হয়ত প্রথম দেখেছ আজ আমায়
আর আমি আমাকে দেখছি যুগান্তর ধরে
আমায় দেখে তোমার আমাকে চেনা চেনা
লাগছে, অথচ যুগান্তর পরেও অামাকে
আমি ঠিক চিনে উঠতে পারিনি।
তোমায় ও এই প্রথম দেখলাম আমি
আজ প্রথম-প্রথম দেখা-প্রথম তোমার
চোখে ভাষা বুঝতে পারলাম-আমাকে
দেখে তোমার ভাল লেগেছে-তোমার
চোখ দুটো ঘুরে ফিরেই সে কথা বলছে
আমি তোমাকে না দেখার ভান করেছি
সেও তুমি বুঝতে পেরেছ-
তুমি আমাকে নির্ণিমেষ দেখছ-নানা
উছিলায় -কখনো আড় চোখে, কখনো
বা-সোজা চোখে।আমায় তোমার যদি
ভাল লাগে বলে দাও না-বলে দাও না
তোমাকে ভালবাসি-জানো আজ ফাগুনের
প্রথম দিন? তোমার মনের বাগানে প্রেমের
ফাগুন লেগেছে ,
দেখ শিমুল পলাশ শাখে ও
ফাগুন আগুন জ্বলছে।


মন তো মনের কাছাকাছি
তুমি আমি শুধু দূরত্বের রেখা টানছি।


ইং-১৩/০২/২০১৫
বারদী, নারায়নগঞ্জ