এতদিন সাদা রংকেই ভাল বেসে এসেছি নিরন্তর
বইয়ের সাদা সাদা পৃষ্ঠা, সাদা পাঞ্জাবী অথবা
সাদা কাশ বা ঘাস ফুল এমনকি সাদা গন্ধরাজ
কেও প্রচন্ড ভালবেসেছি দীর্ঘকাল।
আজ চোখের কোণে যেন আগুন জ্বলছে, হোলদে
আগুন অথবা কমলা রঙের আগুন।
শিমুল, পলাশ আর কৃষ্ণচুড়ার রক্তিম আগুন যেন
গৃহস্থের আঙিনায় দাউ দাউ করে জ্বলছে খই ফোটা
রৌদ্রের মাঝে।
কেন জ্বলছে? পদচিণ্হ আলতা রাঙা, কিশোরী
পা, বসন্ত রং গা, শিমুল রাঙা ঠোঁট, না হাসলেও
চলবে। কারণ সাদার উপরে লাল, হলুদ আর কমলার
রং ছিটকে পড়েছে তো-এখন আর কালো চোখকে
মন্দ লাগে না, লাল ঠোঁটকেও বেশ লাগে, বাসন্তি
রং শাড়ীটাতে বেশিই মানায় তাকে।
তাই সাদার দীর্ঘকালের সাথে রঙিন দীর্ঘকাল
যুক্ত হতে চলেছে ফাগুন আগুন বসন্ত মেলায়।