আজকে মাগো একলা ঘরে তোমায় মনে পড়ে
তোমার মত আমায় মাগো কেউ না আদর করে
কেমন করে কোথায় মাগো চলে গেলে একা
আর কোনদিন হবে না মা তোমার সাথে দেখা
ভাবতে মাগো বুক ফেটে যায় চোখ দিয়ে পড়ে জল
কেঁদে কেঁদে মাগো আমি পাইনা খুঁজে তল
বলতো মা আজ কত দিন তোমায় দেখি নাকো
আজ কতদিন আমায় তুমি খোকা বলে না ডাকো?
মনে পড়ে আজকে মাগো একলা বসে ঘরে
কেমন করে চোখের পরে গেলে তুমি মরে
হঠাৎ তোমার ভোর রাতে মা উঠল বুকে ব্যাথা
মা, মা বলে ডাকি তোমায় কও নি কোন কথা
ছুটে গেলাম সেই রাতে মা ডাক্তারের বাসা
বৃথা হল ছুটাছুটি ডাক্তারের আসা
সেই স্মৃতি আজকে আমার নয়ন মাঝে ভাসে
চোখের জলে সেও যেন মা ঝাপসা হয়ে আসে
মনে পড়ে কেমন করে সুয়ে ছিলে মা হেসে
কান্না কাটি করছিল মা পাড়া পড়শী ও এসে
চোখের জলে ভেসেছিলাম অকুল দরিয়ায়
তিন সন্তানেরে রেখে তুমি চলে গেলে কোথায়
দিদি তোমায় বলেছিল মা এবার বাড়ী এসে
নিয়ে যাবে রোগ দেখাতে ডাক্তারের কাছে
দিদি আমায় বল্ল, “ভাই দেখে রাখিস মাকে
একা কোথাও ছাড়িস নারে, বকিস নারে তাকে”
সেই দিনটি না আসতেই দিলে তুমি ফাঁকি
কেমন করে তুমি বল দিদিরে এখন ডাকি
দিদি এসে বলবে যখন মারলি কেন মাকে
কেমন করে জবাব দেব বল আমি তাকে
মনে পড়ে সেই ক্ষণে মা ছোট্ট বোনের মুখ
শুনলে মাগো মৃত্যু শোকে ভাঙবে যে তার বুক।


রচনা :
ইং-২০/০৭/২০০৬
খুলনা


আজ আমার মায়ের ৯ তম মৃত্যু বার্ষিকী, আমি আমার মায়ের আত্মার শান্তি কামনা করছি। আপনারাও আমার মায়ের জন্য প্রার্থনা/দোয়া করবেন।