মেঘের পালক থেকে খসে পড়া
তুলো রাশি-ফাগুনের বাতাসে
শিমুল, কার্পাশের তন্তু হয়ে ওড়ে।
মখমলে সাজায় ধরনী বিলাতী গাব,
ইউক্যলিপটাসের লকলকে সবুজ পাতা,
বিড়াল গোফে জেগে থাকা ভাটি ফুল
অবশেষে সবুজ ঘাসের বিছানায় ঘুমায়
সময়।
কলঙ্কিনী কাঁদে বসে গভীর রাতে
কলঙ্ক ঘুচাতে, দোল নাচে আর
রঙিন ফাগ উড়ে
সর্বস্ব সুন্দরী গোলাপী ঠোঁট ভেজায়
বাসন্তী শিশিরে- কোকিল গর্ভবতী হয়
আর কাক বাসা বাঁধে পরিশ্রমে
এই তো ফাল্গুনী  সুখ
আজ আমার জানা হয়ে গেছে।