স্বপ্ন দীঘির পাড়ে দাঁড়িয়ে কেবল
আজলা ভরে স্বপ্নের জল তুলি
ছিটাই বহুদূর তবু
যায় কি বেশি দূর?
সে তো দীঘির জলেই আছড়ে পড়ে
আবার, খানিক টা শুন্যে থুতু ছোড়ার
মত।
তবু স্বপ্ন দীঘির পাড়ে হাঁটি,
পা ডুবাই, হাত ভেজাই
গন্ডদেশে মাখি স্বপ্নের জল
কখনো নেমেও পড়ি, খুঁজতে
চেষ্টা করি দীঘির অতল তল
তা কি পাই?
না, পাই না, কেবল ভিজি আমি
স্বপ্ন দীঘির জলে।