মনের জগতে চলে দিবানিশি
কতনা ভাবনার তাড়না, মন তো তাই
স্থিরতা পায়না খুঁজে-তাড়িত হয়, বিতাড়িত
হয়, থমকে যায় আবার থমকে যায়না।
বিচিত্রতা মনোজগতে-
সুখের অথবা ভালবাসার পাহাড় গড়ে,
পাহাড় ভাঙে-সমভূমি হয়, হয় নদীতট
বেলাভূমির বাঁধ বাধে বালুকা রাশি
তুচ্ছ করে যায় নদীর ঢেউ


বিচিত্র রঙে রাঙে জীবন মন-
সুখ বেদনায় আঁকে চিত্রপট-তবু মনের জগতে
ভাবনার খেলা চলে অহর্নিশি-
এই ভাবি, কিছু ভাবি, না ভাবি
উথাল পাথাল মন।


বিচিত্র এ মনের জগৎ
বিচিত্র মানুষের মন।