জীবন ক্রিকেট উদ্যানে-কতবার হাততালি
পেয়েছি, পেয়েছি কতবার ভৎর্ষণা-
ভালবাসা, ঘৃণার কান্নাজল মেখেছি
গায়ে কত শতবার।
মাঠের ধুলায় ঘামের জলে করেছি
স্নান। জিততে জিততে হেরেছি জীবনে বহুবার-
শতক ছুতে গিয়েও  ছুইতে পারিনি কতবার
সমস্ত আশার জলাঞ্জলি দিয়েছি-


বাহবা পেয়েছি-বেশ তো খেলেছ।বেশ!


তবু জীবন তৃপ্ত হল কি? বিশ্ব জয়ের আশা আমার
কতবার হাত ফসকে বেরিয়ে পড়েছে- নিষ্ঠুর
সহজ ক্যাচ। সঠিক মাপে পড়েনি বলটি তাই
ছক্কার মার খেতে হয়েছে অথবা
এই মুহুর্তে সব্বাই স্তব্ধ আমাকে স্বাগত জানাবে
বলে; এই একটি বল-গড়াতে গড়াতে চার হবে
অথবা শুন্যে ভাসিয়ে ছয়-
অথবা একটি উইকেট ধ্বংস আর সহস্র করতালি


সবই মুহুর্তের মধ্যে বিদীর্ণ হয়ে গেল
কিছুই করতে পারিনি আমি-সারা বিশ্ব আশায়
বুক বেঁধেছিল আমার কৃত কর্মের দিকে চেয়ে
আমি সবাই কে নিরাশ করে প্যাভিলিয়নে
ফিরে এসেছি- নিজেকে ধিক্কার দিতে দিতে


জীবনের যুদ্ধে, জীবন ক্রিকেট ময়দানে পরাজিত হতে হতে
আমি হেঁটে চলেছি অনাদিকালের প্যাভিলিয়নের পথে।