তবু পুষ্প ডালি হাতে অশ্রু ঝরবে
বাসন্তী দিনে এমন তো ছিল না আশা,
সেই দিন, অষ্টমী তিথিতে অন্নপূর্ণার
আহ্বান মেনে নেয়নি কত হা ঘরের
ক্ষুধার্ত সন্তান। মা, মা করে আঁচল ছিঁড়েছে--
বাসন্তী মায়ের-পদ্মের ন্যায় আশার আঁখি
প্রসারিত করে শুধু নিরব থেকেছে মাতা।


কোন এক দ্বিধা, হীনতায় অস্ফুষ্টস্বরে
ঝরে পড়েছে কান্নার জল। আর অন্নপূর্ণাকেই
নিবেদন করেছে প্রণাম বারংবার,
বিবেকের দংশনে পীড়ায়, পীড়ায় জ্বলেছে অন্তরতল--
“কেবল উপোষ থাকার ব্রতই দিলে মাতা---
ভক্তি রাখার শক্তি ও দাও এবার।”


30.03.15