তুমি এত নিষ্ঠুর হতে পারলে কেমন করে
তোমার সাথে আমার
ব্যক্ত বা অব্যক্ত কোন কথার বন্ধন ছিল না কোনদিন
এমন ও কোন কথা ছিলনা তোমার ও আমার----
অপেক্ষা করব দু’জন
কেবল বন্ধুত্বের বন্ধনে মিশে ছিলাম----
কত অনায়াসে তোমার নরম হাত ধরে
টেনে তুলেছি উপরে,
পাশ ফিরতে গিয়ে ঠোঁটে ঠোঁট ছুয়ে গেছে---
কখনো অভিশাপের কথা তো মনে আসেনি।
তোমার কোল থেকে অনুশীলনীর খাতা
তুলতে গিয়ে স্তনে বেঁধেছে আঙ্গুল,
কই - কিছুই তো বুঝতে পারিনি----


আজ তুমি এত দূরে কেন বন্ধু-------?
বলবেনা-তোমার গোপন কথাগুলো
আমাকে আর ?- সেনাবাহিনীতে চাকরি করে
যে ছেলেটি- সে তো দারুন সৈনিক---
তোমাকে ভালবাসে।
দেখা করতে এসে কেমন করে পিছলে পড়েছিল সে-
এমন গল্প আর কেন করবে না তুমি আমায় ?
বন্ধু, ভুলে গেছ।


৩০/০৩/২০১৫
ঢাকা