ঈশ্বর আছে কি নেই-
বহু যুগ থেকে শুনতে শুনতে
আজ একবিংশ শতাব্দীর পনের
তম বর্ষে এসে পৌছেছি- তবু-
উত্তর মিল্ল কি ?
জলে, স্থলে, নভে
কোথাও কি বাদ রেখেছি
ঈশ্বর খুঁজতে ?
তাঁকে খুঁজতেই তো আজ আমার
দিগ্বিজয়ী পন্ডিত হওয়া,
নোবেল জয়ী বিজ্ঞ জ্ঞানী হওয়া,
উত্তম চরিত্রের অধিকারী হওয়া
আর সর্বশেষ ভাবুক কবি।


সরাবিশ্বে প্রায় আড়াই হাজারের
উপরে ভিন্ন ভিন্ন ভাষায় শুধু
একটাই প্রশ্ন- উত্তম বীর অর্জুনের
ধনুক থেকে ছিটকে পড়া বানের
মত ছুটে চলেছে-
উত্তর মেলার আশায় বহুবার
ধনুকে ছিলা পরানো হয়েছে-
বারংবার কর্ণের সামর্থ
ব্যাহত হয়েছে শুদ্রের সন্তান বলে।
তবে কি ঈশ্বর নেই বা আছেন!


বৃক্ষের শাখা থেকে ঝরে পড়া পত্র
ঘুর্ণি বাতাসে কেবল পাক খেতে থাকে
সে বৃক্ষে ফিরে যেতে পারে না


তবে ঈশ্বর তত্ত্বটা কি?