জান কি তুমি, মানুষের কতটি মন ?
এক, নাকি দুই ?
আমার তো মনে হয় বহু ও হতে পারে
আপতত দুইটি মনের কথাই বলব।
তুমি জানতে পারনি তাই না-?
আমি জেনেছি-আমাদের দুইটি করে মন
আছে।
যেমন আছে ভারন্ড পাখির দুইটি মুখ
তেমন আছে দুইটি মন।
এক মুখ লোভে পড়ে বিষ ফল খায়
অপর মুখ তারই সাথে বিনা সংকোচে
মৃত্যুকে বরণ করে নেয়।


সত্যি আমাদেরও দুইটি করে মন আছে
তা না হলে পাঠের সময় কেন আমি
বেতের সপাং সপাং আওয়াজ পাই,
এক মনে বই পড়ি অন্য মনে খেলার
মাঠে ঘুরে বেড়ায় কেন-
দুইটি মন আছে বলেইতো


এক মনে শ্রাবণী ধারা অন্য মনে বাসন্তী
ফুল কেন ঝরে পড়ে ?
দুইটি মন আছে বলেই তো প্রেমে কাতর
বিরহ মনে পরকীয়া জাগে-জাগে না কি ?
জ্বলে না কি চুলোয় আগুন আর সূর্যের
কিরণএকই সাথে......??


রচনা:১০/০৪/১৫
ঢাকা।