কখনো কখনো আকাশ থেকে খসে পড়ে
হিংসা গুলো শিলা হয়ে-
অজস্র কান্নারা গড়াগড়ি খায় পাহাড়ে , সমুদ্রে
কাঁদতে, কাঁদতে কর্দমাক্ত হয় ভূতল—তবু হিংসা গুলো
পাথর ছোড়ে সবুজ শস্য ক্ষেত্রে
দূর হতেই চায় না রোষ
সবকিছুকে গ্রাস করতে চায় যেন—উল্টিয়ে খড়ের চালা,
ছেদা করে টিনের চালা, পেঁপে গাছের ডগা গুলো কাতরাতে
থাকে সাদা, সাদা কষ্ট ঝরিয়ে, ভেঙেচুরে।


কি সুখ পাও ও কঠিন শিলা?


অবশেষে মেঘের রোষ থেমে যায়
গলতে থাকে শিলার অভিমান—কাদাগুলো এঁটেল হয়ে উঠে,
সব্জীগুলো তেঁজী হয়ে ওঠে সুখে
আমাদের এ বারমাসি জীবনে হিংসাগুলো ঝলসে ওঠে বারবার-
কাল বৈশাখী রাতের মত...........যায়....,
গলিত হয়ে যায় অভিমান, কাঁধের শিরা বেয়ে.......শিলাতেই......
তা না হলে চলবে কেন বলো.........?


তারিখ:16.04.15
ঢাকা