তুমি ও একদিন এসো
কালবৈশেখী রাতে ঝড়ের আগে অথবা পরে
ভিজতে চেয়ো না আঁধারে-
জোনাকিরা বাসা খুঁজে পেয়েছে—তোমায়
পথ দেখাবে না—তাই তুমি এসো, আগে অথবা পরে
একেবার ঝড় মাথায় করে এসো না আম কুড়োবার লোভে,
কাঁচা আমের ঘ্রাণ বড্ড ভাল লাগে—তবুও —
কালের তিমির সে ঘ্রাণ শুষে নেয় যে,-
আমি চাই না কাল বৈশাখী রাতে তোমার হাতে
চুমো খাক কোন বাঁদুড়-
উড়তে গিয়ে গুঁতো খাক চামচিকা তোমার চিবুকে,
শিরিশ গাছের পাতা ছুঁয়ে দিক তোমার ঠোঁট,
বিদ্যুৎ চমকে দেখে যাক বুকে লেপ্টে থাকা ওড়না
তাই তুমি এসো, ঝড়ো রাতের –আগে অথবা পরে


তারিখ:16.04.15
ঢাকা