হঠাৎ এক ফোটা চোখের জল
গড়িয়ে পড়ল কবিতার খাতায়
একটি, দুটি, তিনটি পৃষ্ঠা ভিজে গেল-
যেন চুইয়ে চুইয়ে ভিজিয়ে দিতে
চাইল কবিতার খাতা
হামাগুড়ি দিয়ে এগিয়ে যেতে লাগল
চতুর্দিকে-বুঝি পুরো পৃষ্ঠাকেই ভিজিয়ে দেবে-
কিন্তু বেশিদূর এগুতে পারল না -
এক ফোটা চোখের জল
পৃষ্ঠাই জল কে চুষে নিল
এক ফোটা চিহ্ন রয়ে গেল কতিার খাতায়।


রচনা:১০/০৪/১৫
ঢাকা।