আমি ঘরময় পায়চারি করি
থাকি যতক্ষণ আমার ঘরে-
দুই দিকে দুই জানালা বহিয়া বাতাস ভরে
গায়ে মাখি,চারিদিকে দেখি, ঘুরি ফিরি

চারটি দেওয়াল মাঝে আনন্দ বেদনায় ঝরি
দেখে অথবা দেখে না কেউ আমারে
রাস্তার পাশে জানালার কাছে অপেক্ষা করি
অচেনা কারে দেখিবারে, এই ছাড়া কি আর করি-

উপরে দাঁড়িয়ে আমি প্রতক্ষণ করি আসা যাওয়া মানুষের চলাচল
কতকথা কয়, কত কল্লোল বয়, রয় ছল কল
পাশের ফ্লাটে দেখি, দেখি শুন্য ছাদ

নিচের বসতি দেখি টিনসেড ছায়াময় মেহগনি গাছ
তারই ফাঁকে ফাঁকে ঘুরে ফিরে—
রয় বিছায়ে
ষোড়ষী, যুবতী, রূপসী, বধূদের সকল স্বপ্ন ফাদ।

এই তো আমি, এভাবেই কাটে আমার একটি দিন, একটি রাত

তারিখ:১৭.০৪.১৫
ঢাকা