লোকে বলে সম্প্রদান আর আমি বলি-সম্পর্কের টান।
তবে দান কেন হল?
সত্ত্ব ত্যাগ করেই যদি দান হবে তবে -
সম্পর্কের টান কেন রয়ে যাবে?


রাজা হরিশ্চন্দ্র দান করেছিলেন-সম্প্রদান,
দানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন সম্পর্কের টান না রেখেই।


কন্যার প্রতি আধিপত্য পিতার থাকে থাকবেও চিরকাল
তাকে দান বলি আর সম্প্রদানই বলি-পুত্রীর প্রতি
পিতার দায়ভার যে থেকেই যায়। পরিবর্তন তো হয় একটাই
ভরণপোষণ,


তবে এটাকে সম্প্রদান না বলে
সম্পর্কের সম্প্রসারণ বল্লে কেমন হয়?