না শুনেছি কন্ঠ তোমার না দেখেছি রূপ,
মুগ্ধ হয়ে পড়েছি তোমার লেখা-
                                রয়েগেছি চুপ।
                 তুমি রবির কিরণ মালা, তুমি ধরার ফুল,
                 পাহাড় বেয়ে ঝর্ণা ধারা, তুমি নদীর কূল।


না হেঁটেছি সাথে তোমার না বসেছি পাশে,
তবু পাশে পাশে হাঁটি যেন যদিও -
                                 থাকি দূরদেশে।
                  গদ্য রীতির ছন্দ মালায় মুগ্ধ করে প্রাণ,
                  সব লেখনী তোমার হাতে ঈশ্বরেরই দান।


কত কথা খই ফুটে কত জনের মুখে,
তোমার কথাই ফুটে কেবল যেন-
                             কবিতার বুকে।
                  তুমি স্নেহের জল ধারা, তুমি গঙ্গা বহ,
                  তুমিই আমার প্রিয় কবি, প্রিয় শ্রাবণী সিংহ।


তারিখ: ২৫মে, ১৫
সময়: ১২:১৫রাত্র
ঢাকা