প্রথম যেদিন আমি তোর প্রথম কবিতা পড়ি,
ভাবতে পারিনি তুই এত ভাল কবিতা লিখিস।
যেন সুর তুলে বাজে তোর হাতের কাচের চুড়ি,
কখনো ভাবিনি তুই এত কবিতা ভালবাসিস।
বুঝতে পারিনি তুই ও সুখে, কবিতায় হাসিস,
তোর হাতেতেও মিষ্টি কবিতা লেখার মেলে জুড়ি।
চুপি চুপি তুই ও যে আমার কবিতাই পড়িস!
তোর মনেও গোপনে কবিতারা করে উড়াউড়ি।


আজ রাতে তোর লেখা সবকটি কবিতাই আমি,
আপন  করে আদরে আদরে পড়ে করেছি শেষ।
অন্তরে তোকে দিয়েছি অশেষ ধন্যবাদ, অশেষ,
মাঝে মাঝে তুই ও তো লিখেছিস‘তুই’থেকে ‘তুমি’।


এখন তুই সত্যি করে বল আমায় ভালবাসলি-
নাকি কবিতার মত কেবল কবিতায় হাসলি?


তারিখ : ২৫।০৫।১৫
ঢাকা।