বই পড়ো বই পড়ো
কত আর বলব,
রাতে দিনে এক তালে
কত আর চলব?
খাও খাও এ কথাটি
বলা তোরে লাগেনা,
পড়া কথা তোর মনে
একবার জাগেনা।
সারাদিনে ছুটাছুটি
পাড়াময় বেড়ানো,
যারে তারে নিশিদিনে
শুধু শুধু জ্বালানো।
দুষ্টুতে ভরা তোর
মাথা জুড়ে মগজ,
খিদে পেলে খাবি তুই
ছিড়ে ছিড়ে কাগজ।
কত আর স’বো  বল
তোর এই যাতন?
বল তুই কি করলে
হবে জ্বালা নিবারণ?


ছন্দ : স্বরবৃত্ত


তারিখ :৩১।০৫।১৫
ঢাকা।