বুকের পাজড় উচিয়ে সোজা
বাগিয়ে দু’খান হাত
চলছ তুমি ক্ষীপ্র বেগে
দিন কি বা রাত
দম্ভ তোমার অতি বড়
ভাবনা তোমার কম
শক্তি আছে হাটুর গেরোয়
নিচ্ছ না তাই দম
ইচ্ছে মত গড়ছ সকল
ভাঙছ অবিকল
চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছ
সব ক্ষমতার ছল
টুঁটি চেপে ধরছ তুমি
নাকাল দুর্বলের
ধন সম্পদ বিশাল পাহাড়
জমছে ঢেরা ঢের
নিত্য নতুন ফর্দ তোমার
নানান ফরমায়েশ
ক্ষমতার বলে কেবল
করছ হারাম আয়েশ
বিশ্বটাকে শিষ্য করে
রেখেছ তো বেশ
ভাবছ তুমি এতেই তোমার
দূর হল ক্লেশ
ওহে মুর্খ জান তুমি
করছ কেন লড়াই
দম্ভ তোমার হাতের মুঠোয়
শুধু ক্ষমতারই বড়াই
সব ক্ষমতার মালিক আছেন
ঐ উপরে বসে
কড়ায় গন্ডায় নিবেন তিনি
সকল হিসাব কষে
সাড়ে তিন হাত মাটির জায়গায়
গড়লে ত্রিশ একর
যারা ছিল রাজা প্রজা
তারা তোমার চাকর
এমন তোমার দাম্ভিকতা
ক্ষমতার বড়াই
মরলে তুমি মাটি হবে
স্মরণ রেখ বড় ভাই


তারিখ: ৩০.০৩.১৫
ঢাকা