ভাবছি, অমিত রায়ের মত নিজের  জীবনটাকে
কেটে ছেটে কিছুটা পাল্টে নেব
অর্থাৎ স্টাইলটা চেঞ্জ করে নেব
স্টাইল বলতে সাধারণত আমাদের এ যুব সমাজ-
ভাল খাবার, নারী আর পোশাককেই বোঝে
আমার সেটা না-    আমি ভাবছি
চুপ করে থাকার স্টাইলটা কেমন হয়
কারোসাথে কনো কথা বল্লামই না-
মন্তব্য মনে এল নোট করে রাখলাম
শিলং পাহাড়ে যাওয়ার দরকারটা কি
শুধশুধু পাহাড়ী পথে হেঁটে
যেখানে বনে কেতকী ফোটে-অযথা সেখানে
পাথুরে লাবন্য এনে লাভ কি ?
যদি ও  ঝর্ণার জলে  পাথর শীতলতা আনে- তবু
কড়া রোদে পায়ে ফোসকা তুলতে তো ছাড়ে না।


ভাবছি এ বুঝি বৃথা চিন্তার আষ্ফালন আমার
তার চেয়ে এই ভাল-অমিত রায়ের কবিতা গোপন
করার রিতীটা- মুখে এলে নাম ভাঙিয়ে বলে দেব
অচেনা কোন রবীন্দ্রনাথের কবিতা এটা
বইতে বেরোই-নি
তাতে অন্তত কবিদের সভাতো বাঁচবে
এক অকবির হাত থেকে।


রচনা: 01.05.15
ঢাকা