পৃষ্ঠা উল্টিয়ে যদি কখনো বিসর্গ  চিহ্ন এসে পড়ে
তবে দু’চোখের কোণে দু’ফোটা অশ্রু বিন্দু মনে পড়ে
দুঃখটাকে বেশি বেশি দুঃখ দিয়ে যায় সে।


মাঝে মাঝে ভাবি-
আমি এলে বুঝি দুঃখটা বেড়ে যায় তোমাদের,
আমার দুঃখ যে আমার পায়ের তলায় শুকনো পাতারা
ভোগ করে, একবার ও ভাবিনি-শুধু তোমাদের চোখে
তাকিয়ে নিজের দুঃখকে আড়াল করেছি-
নীলকন্ঠ ঠোঁটে হাসি মাখিয়ে।


তোমরাও হেসেছ-
স্নিগ্ধ হাসি
না, বেদনার নীল আমার চোখে মাখিয়েছি যে।