মানুষ গুলো আসে, আবার চলে ও যায়
কখনো কাঁদায়, কখনোও বা হাসায়,
কিন্তু মৃত্যু...!!
কিন্তু মৃত্যু সবকিছু বিমূঢ় করে দেয়।


হঠাৎ, হঠাৎ অকাল মৃত্যুগুলো যেন কাল হয়ে দাঁড়িয়েছে-
কখন, কে যে কিভাবে চলে যাব-আমরা.........কেউ জানি না।
মৃত্যুটা মাঝে মাঝে কাঁপিয়ে দেয়.....
শক্তিহীন করে দেয় আমাকে।


তোমার সাথে আমার তেমন সখ্যতা ছিল না....
তবু, তুমি ছিলে কবিতার আসরে, আমাদের
অনেক কাছে—হয়ত আরো কাছে এসে ও যেতাম
কোন একদিন.......


তুমি চলে গেলে..... না ফেরার দেশে......তুমি সুখ পাও
সেই শুভকামনা.....
আমরা রয়েছি নীল কষ্ট নিয়ে,... তোমার -
ফেলে যাওয়া কবিতাকাশে।


তাই-
যেখানে থাক.....
ভাল থেক-
নীল...............।।


০৮/০৬/১৫ইং
ঢাকা।


বাংলা কবিতার আসরেরই কবি ‘স্বার্থপর ছেলে’র(নীল চৌধুরি)মৃত্যুতে তার আত্মার প্রতি শুভকামনাই রইল এ বিদীর্ণ হৃদয় থেকে।