জলের উপর আগুন ভাসে
তা দেখে জল পদ্ম মৃদু হাসে
ঢেউ লাগে, ঢেউ লাগে পদ্ম সরে ভাসে
ওপার থেকে এ পারেতে নৌকা আসে
তুষের নৌকা পিঁপড়া মাঝি
কলার খোলার ভাসে পানসী
নাও ডোবে না, আগুন নেভে না--
আগুন আলোয় জল ঝলমল করে চলে-
এপার ও পার জয়োধ্বণী—
জয়োল্লাসে –কালো রাতে কালী হাসে


রক্ত জিভে জবা ফোটে, অসুর নাশে
খিল্ খিলিয়ে কে হাসে মুন্ডুমালা গলায় পরে
কালো রাতে কালো কেশের বসন পরে
জলের উপর আগুন ভাসে-
না নেভে না, নাও ডোবে না জলের উপর
আগুন আলো ঝলমলায় কালী পূজোর
কালো রাতে।
০৩/০৪/১৫