বল, তুই কি আমার বধূ হবি,
যদি বধূ হবি করবি না তো ছল?
মুখ লুকিয়ে থাকবি সবার মাঝে,
শুধু আমি এলে খুলবি শাড়ীর আঁচল।
মিটি মিটি চাইবি আমার পানে,
দেখব আমি তোর চোখের তল।
তোর চিবুক তুলে ডাকবো কাছে,
তুই হাত বাড়িয়ে করবি আমায় শীতল।


তোর চোখের কাছে চাইব আমি
একটু ভালবাসা,
তোর ঠোঁটের কাছে থাকবে আমার
একটু ছোঁয়ার আশা।
শোন, তুই যখন বধূ হবি, আমি-তুমি
হব তখন, বাঁধব সুখের বাসা।


১২/০৬/১৫ইং
ঢাকা