স্বপ্ন দিয়ে কিনেছিলাম অনেক কথার মালা,
কে জানত সেসব কথায় ধরিয়ে দেবে জ্বালা।
স্বপ্নে আমি হেসে ছিলাম স্বপ্নে খুঁজেছিলাম,
সকল স্বপ্ন এক করে তার হাতেতে দিলাম।
কে জানত স্বপ্ন চোরা স্বপ্ন নিয়ে পালাবে,
একলা কেবল শুন্য হয়ে অশ্রু হৃদয় গলাবে।
লাস্যময়ি হাস্য মুখে, বাঁকা চোখে তাকিয়ে,
চলে গেল আমায় শুধু দু’চোখ ভরে কাঁদিয়ে।


আজকে আমার ভেঙে গেল স্বপ্নে গড়া প্রাসাদ,
মিটে গেল এ জীবনে স্বপ্ন দেখার আস্বাদ।
মুঠি মুঠি স্বপ্ন আমি আর দেবনা কারো হতে,
চাইনা আমি কারো কাছে অমন স্বপ্ন আর পেতে।
দূরে দূরে থাকাই ভাল স্বপ্ন নিজের হয়ে থাক,
ওরা শুধু স্বপ্ন চোরা যাক ওরা সব পালিয়ে যাক।


২৫।০৬।১৫
ঢাকা