বলতো আমি কোন মানবতার গান গেয়ে চলেছি আজ?
ক্রোধে, বিষাদে-জ্বালাময়ি শরীরে
কোন মানবতার পাশে দাঁড়িয়েছি আমি
মানব হত্যা?
নাকি-মানবতার হত্যা?
আমার প্রশ্নের জবাব চাই..চাই
আমার কাছে প্রশ্ন করে আমি কোন জবাব পাইনি
তাই তোমার কাছে প্রশ্ন রেখে গেলাম


কাকে আমি মানবতা বলব।
কার পাশে দাঁড়াবো আমি?
কি মনুষ্যত্ব?
আমি কোন সঙ্গা খুঁজে পাচ্ছি না।


কেউ একজন বল কতজন মানুষের চিৎকারে
মানবতা জেগে উঠে?


ঘরকুনো ছোট্ট শিশুটিও আজ ধর্ষণের শিকার।


মানবতা বিকিয়ে গিয়েছে-
মনুষ্যত্ব গলিত হয়ে গেছে আজ পঁচা কাঁঠালের মত।


আধুনিকতার সোল্লাসে জীবন আজ বিপন্ন প্রায়
মানবতা ভিক্ষেরির ফুঁটো থালা।
তা যদি না হবে তবে দিকে দিকে
হত্যা, লুন্ঠণ, ধর্ষণ প্রগৈতিহাসিক হাসি-কান্না
গুলো কেন খবর হয়ে ভেসে আসে বারবার ?


২৯।০৬।১৫
ঢাকা।