পালকে পালকে সাজানো পাখা
মেলেছ যখন আকাশে
ভাসিয়েছ দেহ শুন্যে তোমার
চলেছ ছুটে বাতাসে
দেখেছ ঘুরে উড়ে উড়ে
আকাশের নীল মেঘেদের দল
ভাসি-ছে তারাও এদিক ওদিক
ছুটে চলেছে অবিচল
তারি মাঝে তুমি একটি পালক
করেছ বুঝি সম্প্রদান
বিনিময়ে তুমি পেয়ে গেলে বুঝি
একটি উদার নীল আসমান!!


রচনা:১০/০৪/১৫
ঢাকা।