কি আবেগী তুমি, কত উদ্যোমী...
কতটা মধুর অথচ দৃপ্ত কন্ঠ তোমার
অসংখ্য স্বপ্ন তোমার কালো দুটি চোখে
আশাবাদী তুমি, আশা ভরা বুক।


তোমাতেই আপ্রাণ ছুটে চলে আধুনিকতা
শত ব্যস্ততা ও রুখতে পারে না তোমায়
তুমি প্রধান, কোন কিছুর প্রধান তুমি
কেমন করে পার তুমি, শিখেছ কার কাছে
সকল কিছু সামলে চলা?


সকল দূরত্ব তোমার কাছে পরাস্থ
এই তুমি ভারত, এই বাংলাদেশ,
এই তুমি আছ নেদারল্যান্ড-
তুমি এক জীবনী শক্তি
অনন্ত অসীম তোমার ছুটে চলা।


তবু তুমি খুঁজে নিতে চাইছ সুখ-
কি সুখ চাইছ তুমি?
তোমার কাছে তো আছে অবারিত সুখের ডালি
বরং আমি অথবা আমরাই আসি
তোমার ছায়ায় সুখ কুড়াতে।


তবে কেন মাঝে মাঝে হয়ে উঠো তুমি
বেদনাহত? কেন ভিজে ওঠে দুটি চোখের
পাতা।
ও সুখ দায়িনী-কেন তুমি ও
হয়ে উঠ অসুখী?


তারিখ :০৪।০৭।১৫
ঢাকা।